http://www.sitepromotiondirectory.com হারিয়ে গেছে কাঁটা লাগা গানের সেই হট শেফালি | Natok song movies video and News

Thursday, December 7, 2017

হারিয়ে গেছে কাঁটা লাগা গানের সেই হট শেফালি

  Natok,song,movies video and News       Thursday, December 7, 2017
লতা মঙ্গেশকর খেপে বাকহিন হয়ে গেছিলেন সেই দিন কারন তার এই গাওয়া গানে এমন অশ্লীল ভিডিও ধারন।কিন্তু কিছু আর করার নেই কাঁটা লাগা গানের সেই ভিডিও আর সেই গানের মডেল কে দেখে বুকের মাঝে ঝর উঠে ছিলি সেই সমায় ভারত ও বাংলার হাজার হাজার গান প্রিয় মানুষের। সেটা ছিলো রিমিক্স এর প্রথম যুগের কথা।কাঁটা লাগা সেই গানে অভিনয় করেন শেফালি জরিওয়ালা।এত দিন পরে কেমন আছে সেই হট কন্যা শেফালি জরিওয়ালা?

জন্ম আহমেদাবাদে‚ ১৯৮২-র ২৪ নভেম্বর। পড়াশোনা কালিম্পং-এর সেন্ট জোসেফ কনভেন্ট স্কুলে। তারপর সর্দার প্যাটেল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে তথ্য প্রযুক্তিতে স্নাতকোত্তর। ২০০২ সালে প্রকাশিত কাঁটা লাগা ভিডিও-র সুবাদে। শেফালির আর এক নাম হয়েছিল থং গার্ল।তার পরে আরও বেশ কয়েকটি গানে অভিনয় করলেও কাঁটা লাগার তকমা ছারায় নি।
২০০২ সালে বিয়ে করেন গায়ক হরমীত গুলজারকে।কিন্তু সংসার সুখের হয়নি.২০০৯ সালে শারিরিক ও মানুষিক নির্যাতন করে বলে স্বামীর বিরুধে মামলা করেন।তার পরে বেশ সমায় ধরে অন্তরালে থাকার পরে ২০১২-এ নাচ বালিয়ে-এর পঞ্চম সিজনে আবির্ভাব। বয়ফ্রেন্ড পরম ত্যাগীর সঙ্গে জুটি বেঁধে। ২০১৪ সালে বিয়ে করেন পরম-শেফালি।২০০৮ সালে বুগি উগি এবং ২০১৫-এ নাচ বালিয়ে-এর সপ্তম সিজনেও অংশ নিয়েছিলেন শেফালি তার পরে তাকে আর বলিউডে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় সব সমায় সরব আ়ছেন এই অভিনেত্রী।

logoblog

Thanks for reading হারিয়ে গেছে কাঁটা লাগা গানের সেই হট শেফালি

Previous
« Prev Post

No comments:

Post a Comment