http://www.sitepromotiondirectory.com হুমকির মুখে নিউ ইয়ার পার্টিকে না করলেন সানি লিওন! | Natok song movies video and News

Friday, December 29, 2017

হুমকির মুখে নিউ ইয়ার পার্টিকে না করলেন সানি লিওন!

  Natok,song,movies video and News       Friday, December 29, 2017

 

সমায়ের বলিউড কাঁপানো আইটেম কন্যা সানি লিওন।তিনি এই বছরও গুগলে প্রথম হয়েছেন।হট আইটেম গার্ল এর তালিকায় তিনি এখন বলিউডে সেরা।পর্ণ স্টার থেকে বলিউডে নিজের শক্ত জায়গা করে নিয়েছেন সাবেক এই পর্ণ স্টার।তবে তিনি ২০১৮ সালের নিউ ইয়ার পার্টি করতে বেঙ্গেলুরে একটি হোটেলে যাবার কথা ছিলো।কিন্তু কট্টরপন্থী সংগঠনের হুমকির মুখে নিউ ইয়ার ইভে বেঙ্গালুরুতে যাচ্ছেন না বলিউড অভিনেত্রী সানি লিওন।


থার্টিফার্স্ট নাইটে বেঙ্গেলুরে এক টি অনুষ্ঠান করার কথা থাকলেও তিনি সেখানে যাচ্ছেননা এমন টাই জানালেন টুইটবার্তায়।
পুলিশের একটি সুত্রে জানা যায় ব্যাঙ্গালুরু ও ম্যাঙ্গালুরুর বজরঙ্গ দল, বিশ্ব হিন্দু পরিষদসহ বেশ কয়েকটি কট্টরপন্থী সংগঠনের তীব্র আন্দোলনের কারণে নিউ ইয়ার পার্টি বন্ধ করা হয়েছে।


ওই সকল সংগঠন অভিজক করেন এই পার্টিতে রাত ভর মদ,জুয়া ও দেহ বাবসার জম জমাট আসর বসে।তবে কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী রামলিঙ্গ রেড্ডি বলেন, "প্রতি বছরই বজরঙ্গ দল এবং কট্টরপন্থী সংগঠনগুলো এমন হুশিয়ারি  দেয়। কিন্তু এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের নেই"।
আর সেই কারনেই সমায়ের হট আইটেম কন্যা সানি লিওন পার্টিতে যেতে রাজী নন।

logoblog

Thanks for reading হুমকির মুখে নিউ ইয়ার পার্টিকে না করলেন সানি লিওন!

Previous
« Prev Post

No comments:

Post a Comment