http://www.sitepromotiondirectory.com কোন তরুণের প্রেমে হাবুডুবু খাচ্ছেন বিল গেটস কন্যা জেনিফার? | Natok song movies video and News

Tuesday, December 12, 2017

কোন তরুণের প্রেমে হাবুডুবু খাচ্ছেন বিল গেটস কন্যা জেনিফার?

  Natok,song,movies video and News       Tuesday, December 12, 2017

২১ বছরের সুন্দরী জেনিফার বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস এর কনা।এই সুন্দরিকে কে তরুন্দের আগ্রহের শেষ নেই।কার সাথে তিনি প্রেমের সম্পর্ক করছেন টা জানার আগ্ররহ লাখও তরুণের।
সেই সুন্দররই কার প্রেমে পড়লেন জানলে আতকে উঠবেন আপ্নিও।জানা যায় হাজার তরুণের স্বপন ভেঙ্গে জেনিফার নাকি মজেছেন মিশরের এক তরুণের প্রেমে।
মিশরীয় এই যুবকের নাম নায়েল নেসার। তিনি একজন পেশাদার ঘোড়দৌড়বিদ।সিনেমার রাজপুত্রের মতো ঠিক যেন ঘোড়ায় চড়ে জেনিফারের জীবনে প্রবেশ করলো এই ঘোড়সওয়ার।
ফরাসি দৈনিক লে প্যারিসিয়ান’র এক প্রতিবেদনে দাবি করা হয়, বিল গেটস কন্যা আসলে এই ঘোড়সওয়ারের প্রেমেই পড়েছেন।


নেসারকে সম্প্রতি গেটস পরিবারের সঙ্গে দেখা গেছে ইন্টারন্যাশনাল জাম্পিং মন্টি কার্লোর ১২তম পর্বে।সেখানে বিল গেটস ও ছিলেন।
প্রতিবেদনে পুরা পুরি বলা না হলেও জানানো হয় যে,নেসারে ব্যাপারে আগ্রহী জেনিফার গেটস। জেনিফারকে নিয়ে নেসারের অনুভূতিও একই রকমের বলা জানা গেছে। সৌদি আরবভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম আল-আরাবিয়া নেসারের ব্যাপারে খোঁজ নিয়ে জানায়, ২৬ বছর বয়সী নেসারের মা-বাবা মিশরীয়। বাবা-মায়ের কর্মস্থল কুয়েতে তার শৈশব কেটেছে। এরপর ২০০৯ সালে ক্যালিফোর্নিয়াতে চলে আসার পর ঘোরদৌড়ে তার আগ্রহ জাগে।

নেসার ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা ও অর্থনীতিতে পড়াশুনা করেছেন সেই সাথে তিন একজন পেশাদার ঘোড়দৌড়বিদ। এই তরুণ ইংরেজি, ফরাসি ও আরবিতে সমান তালে  কথা বলতে পারেন।

logoblog

Thanks for reading কোন তরুণের প্রেমে হাবুডুবু খাচ্ছেন বিল গেটস কন্যা জেনিফার?

Previous
« Prev Post

No comments:

Post a Comment