http://www.sitepromotiondirectory.com শর্ত সাপেক্ষে সেন্সরের ছাড়প্রত্র পেলো দীপিকার "পদ্মাবতী" | Natok song movies video and News

Saturday, December 30, 2017

শর্ত সাপেক্ষে সেন্সরের ছাড়প্রত্র পেলো দীপিকার "পদ্মাবতী"

  Natok,song,movies video and News       Saturday, December 30, 2017
সঞ্জয় লীলা বনশালির পদ্মাবতী নিয়ে কম জল খোলা হলনা।এমন কি পদ্মা বতী নিয়ে প্রাণ দিয়েছেন অনেকেই।আন্দোলনের মুখে পদ্মাবতী সিনেমার পরিচালোক সিধান্ত নিয়েছিলো সেন্সরে ছারপ্রত্র না দেওয়া পর্যন্ত বিশ্বের কোন দেশে এই সিনেমা মুক্তি দেওয়া হবে।সেন্সরে ছাড়প্রত্র মিললেও পরিবর্তন করা হয়েছে সিনেমাটির নাম এবং কাচি চালান হয়েছে২৬ টি দৃশ্যের ওপর। সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।


ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন গুলো থেকে জানা যায়,গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ‘পদ্মাবতী’ দেখেছেন সেন্সর বোর্ডের প্রধান প্রসূন যোশী, ইতিহাসবিদ অরবিন্দ সিং, চন্দ্রমণি সিং ও কে কে সিং। এরপর তারা ছবিটিকে ইউএ সার্টিফিকেট দিয়েছেন। তবে এর নাম পাল্টে রাখা হয়েছে ‘পদ্মাবত’। ১৬শ শতকের কবি মালিক মুহাম্মাদ জায়াসির লেখা একটি কাব্যের নাম এটি।

সেই সাথে আরও কিছু শর্ত আরোপ করা হয়েছে এই সিনেমাটির উপুর আর তাহলো সিনেমাটি ঘুমুর গানে নাচ দেওয়া যাবে না,শুধু গান থাকবে এবং সিনেমার নিচে লিখে দিতে হবে এটি একটি কাল্পনিক সিনেমা এবং ঐতিহাসিক কোন চরিত্রের সঙ্গে এর কোনও মিল নেই।
জানা যায় সঞ্জয় লীলা বনশালি সব শর্ত মানতে রাজী হয়েছে এবং যদি সব কিছু ঠিক থাকে তবে খুব তারা তারি সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
logoblog

Thanks for reading শর্ত সাপেক্ষে সেন্সরের ছাড়প্রত্র পেলো দীপিকার "পদ্মাবতী"

Previous
« Prev Post

No comments:

Post a Comment