http://www.sitepromotiondirectory.com শাকিব তুমি কি করছো, এত সুন্দর একটি সংসার এভাবে নষ্ট করে দিচ্ছো? ওমর সানি | Natok song movies video and News

Saturday, December 30, 2017

শাকিব তুমি কি করছো, এত সুন্দর একটি সংসার এভাবে নষ্ট করে দিচ্ছো? ওমর সানি

  Natok,song,movies video and News       Saturday, December 30, 2017
শাকিব খান-অপু ও জয়
চলতি বছরের শুরু তেই শাকিব খান ও অপুর বিয়ে এবং সন্তান নিয়ে কম জল ঘোলা হয় নি আর তার শেষ হয় শাকিব কানের ডিভোর্স পেপার দেওয়ার মধ্য দিয়ে।কিন্তু কথা আছে না শেষ হয়েও যেনও হয় না শেষ।

শাকিব খান ও অপুর সংসার নিয়ে কথা বলেন নি এমন কাউ কে মিডিয়াতে পাওয়ায় যাবে না।এবার সেই খাতায় নাম লেখালেন ওমর সানি।তিনি শাকিব খান ও অপুর সংসার না ভাঙ্গার কথা বলেন এবং তাদের দুজন কেই ধরজ ধরে
সংসার করার পরামশ দেন।

আমাদের পাঠকদের জন্য শাকিব খান ও অপুর উদ্দেশে যে সুন্দর পরামশ দিয়েছেন তার কিছু অংশ তুলে ধরা হলও এখানে,"শাকিব খানের শুরুটা হয়েছিল আমার আর মৌসুমীর হাত ধরে, সোহান সাহেবের ছবিতে আমার শ্যালিকা ইরিনের নায়ক হয়ে। তাকে আমি ছোট ভাইয়ের মতো স্নেহ করি, আদর করি। আমি চাই শাকিব সুন্দর একটি সংসার করুক, স্ত্রী-সন্তান নিয়ে। তার ফুটফুটে একটি বাচ্চা আছে, যার নাম জয়। কত সুন্দর তার মুখ, তাকে দেখলে মনে হয় এত মায়াবী শিশু আর হয়না। শাকিবের একজন স্ত্রী আছে, সেও সিনেমার নায়িকা।কিন্তু শাকিব তুমি কি করছো? এত সুন্দর একটি সংসার এভাবে নষ্ট করে দিচ্ছো? তুমি কি চাও জয় তার বাবার আদর না পাক? অপু তার স্বামীর সোহাগ বঞ্চিত হোক? আমি ও মৌসুমী ক্যারিয়ারের শীর্ষসময়ে বিয়ে করেছিলাম, পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। আমরা কি নিজেদের ভালোবাসার কথা দেশবাসীকে, ভক্তদের জানাইনি? আমাদের ভক্তরা তা সাদরে গ্রহণ করেছে। আমাদের ভালোবেসেছে, আজো বাসছে। মৌসুমী আজো দেশের প্রধান নায়িকা। আমাদের দুই সন্তান এতদিন পরেও তাদের বাবা-মায়ের আদর, শাসন, স্নেহ পাচ্ছে। আমি চাই তুমি ও তোমার স্ত্রী তোমাদের দায়িত্ব পালন করবে জয়ের প্রতি।

শাকিব খান কে বলার সাথেই ওমর সানি অপুকে উদ্দেশ্য করে লেখেন,তুমি স্বামী-সংসারে মন দাও। মেয়েদের বড় অলংকার তার স্বামী, স্বামীর অহংকার তার স্ত্রী। এ অলংকার, এ অহংকার রক্ষা করতে হবে তোমাদেরকেই। ক্যারিয়ারের চেয়েও অনেক সময় বড় হয় সংসার। ভালোবাসা থাকলে, বিশ্বাস থাকলে, পরিশ্রম করলে সব এক সুতোয় গেঁথে যাবে। যে মালা কারো কানকথায় ছিঁড়বেনা। আমি চাই তুমি সংসার করে যাও একজন আদর্শ স্ত্রীর মতো।


সবশেষে ওমর সানী লেখেন, তোমরা দুজনেই আমাদের প্রিয়, স্নেহভাজন। তোমাদের মঙ্গলের জন্যই আমি বলছি, তোমরা সব ভুলে গিয়ে এক হয়ে যাও। জয়ের দিকে চেয়ে, তোমাদের ভক্ত দর্শকের দিকে চেয়ে। জয়ের জয় হোক, ভালোবাসার জয় হোক।

এখন দেখার বিষয় শাকিব খান ওমর সানির কথা শুনেন কি না। ওমর সানির মতো শাকিব অপুর ভক্তরা চান যেনও শাকিব খান-অপু তাদের সন্তাকে নিয়ে সুখে থাকুক।

logoblog

Thanks for reading শাকিব তুমি কি করছো, এত সুন্দর একটি সংসার এভাবে নষ্ট করে দিচ্ছো? ওমর সানি

Previous
« Prev Post

No comments:

Post a Comment