http://www.sitepromotiondirectory.com মাত্র ৩০ দিন বাঁচবেন ইরফান খান! | Natok song movies video and News

Monday, April 9, 2018

মাত্র ৩০ দিন বাঁচবেন ইরফান খান!

  Natok,song,movies video and News       Monday, April 9, 2018নিউজ টা আপনার কাছে সিনেমার কোন গল্প মনে হতে পারে কিন্তু এমনটাই জানালেন চলচ্চিত্র সাংবাদিক উমের সিন্ধু।এই খবরে শোকের ছায়া নেমে এসেছে বলিউড সিনেমহলে।এর মাত্র ৩০ দিন পর থেকে হয় তো আর দেখা যাবে না বলিউডের অন্যতম গুনি অভিনেতা ইরফান খান কে।চলচ্চিত্র সাংবাদিক উমের সিন্ধু সম্প্রতি তাঁর ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘ভালো নেই ইরফান। নায়কের পরিবার সূত্রের খবর, ক্যানসারের লাস্ট স্টেজে রয়েছেন অভিনেতা। ডাক্তারা জানিয়ে দিয়েছেন, ইরফান হয়ত আর এক মাস বাঁচবেন।’

কয়েক দিন আগে এই নায়কের অসুস্থ হবার খবর শোনা গিয়েছিল।তখন জানা গিয়ে ছিলও তিনি জন্ডিস রোগে আক্রান্ত।তবে এই খবর তিনি নিজেই উরিয়ে দিয়ে ছিলেন এবং বলে ছিলেন তিনি অন্য কোন রোগে আক্রান্ত তবে কি রোগে তিনি আক্রান্ত টা পরে জানাবেন।নায়কের কিছু জানানোর আগেই উমের সিন্ধু জানিয়েছেন, ক্যানসার হয়েছে ইরফানের। হয়ত আর একমাস বাঁচবেন তিনি।


বেশ কিছু দিন আগে ইরফান খান কান্সার রোগে আক্রান্ত এমন খবর সামনে এলে মুখ খুলে ছিলেন তার স্ত্রী।তিনি বলেন, "তাঁর সবচেয়ে ভালো বন্ধুটি নিজের রোগের সঙ্গে সাহসের সঙ্গে লড়াই করছেন। এই লড়াই তাঁদের জিততে হবেই। তবে এই সময় যাঁরা গুজব ছড়াচ্ছেন তাঁরা নিজের কাজে মন দিন।" সঙ্গে আশ্বাস দেন, "লড়াই কঠিন হলেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। তাঁর বিশ্বাস, খুব শীঘ্রই জীবনের মূল স্রোতে ফিরবেন তাঁরা"।কিন্তু উমের সিন্ধুর ট্যুইটের পর এখনও অভিনেতার পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ফলে সময় যত এগোচ্ছে মন খারাপের কালো মেঘ ঘনিয়ে আসছে ইরফান অনুরাগীদের মধ্যে।
logoblog

Thanks for reading মাত্র ৩০ দিন বাঁচবেন ইরফান খান!

Previous
« Prev Post

No comments:

Post a Comment