http://www.sitepromotiondirectory.com চাচি কে নিয়ে পালালেন ভাতিজা | Natok song movies video and News

Friday, April 20, 2018

চাচি কে নিয়ে পালালেন ভাতিজা

  Natok,song,movies video and News       Friday, April 20, 2018দীঘ দিনের প্রেমের সম্পর্ক সফল করার জন্য চাচি আমেনা বেগম কে নিয়ে নিরুদ্দেশ ভাতিজা মোঃইলিয়াছ।পানছড়ির আইয়ুব নগর গ্রামের মো. আবদুল বারেকের ছেলে মো. শাহাদাত হোসেন ১৪ বছর আগে পারিবারিকভাবে মাটিরাঙ্গার মেয়েকে বিয়ে করেন। ১৪ বছরের দাম্পত্য জীবনে তারা দুই সন্তানের জনক-জননী।

প্রায় এক যুগ ধরে শাহাদত চট্টগ্রামের একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত আছেন।শাহাদত বাড়িতে না থাকায় তার স্ত্রী আপন ভাতিজা ইলিয়াছের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তলে।

চাচি-ভাতিজার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বাস্তবে রূপ দিতে বুধবার সকালের দিকে দুই সন্তানকে নিয়ে ভাতিজার হাত ধরে নিরুদ্দেশ হন চাচি।বুধবার রাত ১২টার দিকে মো. ইলিয়াছের টমটম খাগড়াছড়িতে পাওয়া গেলেও এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি। বন্ধ রয়েছে তাদের দুইজনের মোবাইল নম্বর। ছেলের এমন ঘটনায় ভেঙে পড়েছেন মো. ইলিয়াছের বাবা কৃষক মো. দেলোয়ার হোসেন।

সংসারের জমানো টাকা পয়সা যা ছিলো ঘরে তাঁর সব কিছু নিয়েই ভাতিজা মো. ইলিয়াছের(২২) হাত ধরে পালিয়েছেন দুই সন্তানের জননী চাচি যার বয়স ৩৩।
ঘটনাটি ঘটেছে পার্বত্য খাগড়াছড়ির পানছড়ির আইয়ুব নগর গ্রামে। ভাতিজার হাত ধরে চাচির নিরুদ্দেশ হওয়ার বিষয়টি দুর্গম পানছড়িতে চায়ের টেবিলে ঝড় তুলেছে। সবার মুখে মুখে এখন এ আলোচনা-সমালোচনা।


ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. আমিরুল বশর বলেন, বিষয়টি শুনেছি। এ ঘটনায় সমাধানের পথ খুঁজছেন পরিবারের লোকজন।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে চট্টগ্রামে কর্মরত স্বামী মো. শাহাদাত হোসেন বলেন, ১৪ বছরের দাম্পত্য জীবনে কোনো কিছুর ঘাটতি ছিল না। আমার ঘরে থাকা প্রায় এক লাখ টাকা, বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিলাদি এবং স্বর্ণালঙ্কার নিয়ে ভাতিজার হাত ধরে পালিয়েছে আমেনা।
logoblog

Thanks for reading চাচি কে নিয়ে পালালেন ভাতিজা

Previous
« Prev Post

No comments:

Post a Comment